সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সঙ্কেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ (৭ আগস্ট, মঙ্গলবার) আবহাওয়ার সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।  
এতে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলীয় এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

এটি আরও ঘনীভূত হয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গেপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।  ফলে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।



অরিন/নিউজ টোয়েন্টিফোর