'সাংবাদিকদের ওপর হামলাকারীরা চিহ্নিত হয়েছে'

ফাইল ছবি

'সাংবাদিকদের ওপর হামলাকারীরা চিহ্নিত হয়েছে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্র-লীগ-যুবলীগের সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় কিছু জায়গায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে তা দুঃখজনক। ছবি দেখে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আজই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেয়া হবে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী মৌখিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।

গত রোববার (৫ আগস্ট) বেলা ২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সাংবাদিকদের ওপর ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন আহত সংবাদকর্মী ও শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, এ সময় সাংবাদিকদের বেধড়ক পেটানো হয়েছে, ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। হামলায় অন্তত ৫ সাংবাদিক ও ফটোসাংবাদিক গুরুতর আহত হয়েছেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর