অপমান বোধে অবসরে যাচ্ছেন হাফিজ!

মোহাম্মদ হাফিজ

অপমান বোধে অবসরে যাচ্ছেন হাফিজ!

ক্রীড়া ডেস্ক

বয়স ৩৮ ছুঁই ছুঁই, বর্তমান পাকিস্তান দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় তিনিই। অথচ সেই মোহাম্মদ হাফিজকে কিনা ‘এ’ থেকে নামিয়ে দেয়া হলো ‘বি’ ক্যাটাগরিতে!

নতুন করে সাজানো বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এমন অপমান মেনে নিতে পারছেন না ‘দ্য প্রফেসর’। সেই ক্ষোভে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথাই নাকি ভাবছেন হাফিজ।

দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শীর্ষ ক্যাটাগরির খেলোয়াড় হাফিজ।

তবে সোমবার ঘোষিত বোর্ডের নতুন চুক্তিতে জায়গা হারিয়েছেন এই অলরাউন্ডার। তরুণ ব্যাটসম্যান বাবর আজম ‘এ’ ক্যাটাগরিতে ঢুকে পড়ায় অবনমন হয়েছে হাফিজের। যার ফলশ্রুতিতে কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষরও করেননি এই ব্যাটসম্যান।

হাফিজের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, চুক্তিতে অবনমন হওয়ায় দেশের হয়ে আর খেলাটা চালিয়ে যেতে চাইছেন না হাফিজ।

তিনি কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষরও করবেন না।

সূত্রটি আরও জানিয়েছে, দলেও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন হাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম ৪ ম্যাচে তাকে সুযোগই দেয়া হয়নি। যার প্রতিবাদস্বরূপ পঞ্চম ম্যাচে নিজের থেকেই না খেলার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার।

সূত্র: ডন

অরিন/নিউজ টোয়েন্টিফোর


 

সম্পর্কিত খবর