ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ছবি- সংগৃহীত

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। আজ ১৭ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের ও ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকিট বিক্রয় হবে।

এরপর ১৫ আগস্ট থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। চলবে ১৯ আগস্ট পর্যন্ত। ১৫ আগস্ট ২৪ আগস্টের, ১৬ আগস্ট ২৫ আগস্টের, ১৭ আগস্ট ২৬ আগস্টের, ১৮ আগস্ট ২৭ আগস্টের ও ১৯ আগস্ট ২৮ আগস্টের ফিরতি টিকিট দেয়া হবে।

ঈদের টিকিট বিক্রি শুরুর দিন ভোরে কমলাপুরে দেখা গেছে যাত্রীদের ভিড়।

টিকিটের প্রত্যাশায় বিভিন্ন রুটের যাত্রীরা ভোররাত থেকেই স্টেশনে জড়ো হতে থাকেন বলে স্টেশন সূত্রে জানা গেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে একযোগে টিকিট দেওয়া শুরু হয়েছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে (টিকিট থাকা সাপেক্ষে) বিকাল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও অতিরিক্ত যাত্রী বহনে সাত জোড়া ( ১৪টি ট্রেন) বিশেষ ট্রেন ও ১৫০টি যাত্রীবাহী বাড়তি বগি প্রস্তুত করা হচ্ছে রেলওয়ে পাহাড়তলী ও সৈয়দপুর ওয়ার্কশপে।