তিন দিনে ৭৪ হাজার মামলা

ফাইল ছবি

ট্রাফিক সপ্তাহ

তিন দিনে ৭৪ হাজার মামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ট্রাফিক সপ্তাহের তিন দিনেই সারাদেশে মোট ৭৩ হাজার ৯৩৮টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন অমান্য, যানবাহন নিবন্ধনের কাগজ না থাকা, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে তাদের বিরুদ্ধে এই মামলা দেয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মোঃ সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের আজ তৃতীয় দিন।

অভিযানে বৈধ কাগজপত্র না থাকা, কাগজপত্র মেয়াদোত্তীর্ণ হওয়া, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র না এবং অন্যান্য আইন অমান্য করায় মোট ৫৮ হাজার ৫৪৯টি যানবাহন ও ১৫ হাজার ৩৮৯ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময়ে এক কোটি ৯১ লাখ ৯০ হাজার ৯৫ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া আইনগত ব্যবস্থা হিসেবে এক হাজার ৮৭০টি যানবাহন আটক করা হয়েছে।

এর আগে গত রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ট্রাফিক সপ্তাহ চলবে ১১ আগস্ট পর্যন্ত।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর