হাসনাত করিমকে অব্যাহতি, দুজনের বিরুদ্ধে পরোয়ানা

হাসনাত রেজা করিম

হোলি আর্টিজান মামলা

হাসনাত করিমকে অব্যাহতি, দুজনের বিরুদ্ধে পরোয়ানা

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

হোলি আর্টিজানের ঘটনায় করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বুধবার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবর রহমান অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলায় পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আগামী ১৬ আগস্টের মধ্যে আসামি গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

গত জুলাইয়ে দীর্ঘ দুই বছর তদন্ত শেষে হোলি আর্টিজান মামলার অভিযোগপত্র আদালতে পাঠানো হয়। এই মামলায় গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের সম্পৃক্ততা পায়নি পুলিশ। এ ঘটনায় ২১ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। যাঁদের মধ্যে পাঁচজন ওই দিন ঘটনাস্থলেই নিহত হন।

আটজন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হন। জীবিত বাকি আটজনের মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন। বাকি দুজন পলাতক। ওই ঘটনায় ৭৫টি আলামত পাওয়া গেছে, যা আদালতে পাঠানো হয়।

২০১৬ সালের ১ জুলাই রাতে হোলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। ওই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। পরে পুলিশ ১৮ বিদেশিসহ ২০ জনের মরদেহ উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন রেস্তোরাঁকর্মী।

সম্পর্কিত খবর