কনটেইনার ছাড়াই চট্টগ্রাম বন্দর ছাড়লো ৫ জাহাজ

কনটেইনার ছাড়াই চট্টগ্রাম বন্দর ছাড়লো ৫ জাহাজ

চট্টগ্রাম অফিস

নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদ ও পরিবহন শ্রমিকদের ধর্মঘটের ৭ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ১৬৮ বক্স কনটেইনার ছাড়াই ৫টি জাহাজ চলে গেছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু এক জরুরি মতবিনিময় সভার এ তথ্য প্রকাশ করেন।

আজ (৮ আগস্ট, বুধবার) দুপুরে সমিতির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ‘চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক অবস্থা ও ঈদুল আযহার প্রাক্কালে চট্টগ্রামের পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি’ জানাতে জরুরি এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, পরিচালক মো. সাইফ উল্লাহ, আমজাদ হোসেন চৌধুরী প্রমুখ।


              
মঈনুদ্দিন আহমেদ মিন্টু বলেন, ‘চট্টগ্রাম বন্দরের ধারণক্ষমতা ৪৮ হাজার টিইইউস। ২ বছর আগে ধারণক্ষমতা ছিল ৩৭ হাজার টিইইউস। মঙ্গলবার (৭ আগস্ট) কনটেইনার ছিল ৪৩ হাজার ৫০৭ টিইইউস। তাছাড়া ফেলে যাওয়া কনটেইনারের বিপরীতে বায়াররা ডিসকাউন্ট ও এয়ার শিপমেন্ট চাইছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। কারণ, চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রধানমন্ত্রী রপ্তানির ক্ষেত্রে সপ্তাহে ৭ দিনই বন্দর, কাস্টম, ব্যাংক, বিমাসহ লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করেছেন। ’

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জানান, বন্দরের সক্ষমতা আরও বাড়াতে হবে। বে টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত শুরু করতে  হবে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর