সুনামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

মো. বুরহান উদ্দিন • সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ডাবর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে ১জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫জন।  

আজ (৯ আগস্ট, বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে হতাহতের এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

 

নিহতের নাম আবু বকর। তিনি জেলার দিরাই উপজেলার জগ্বদল গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

news24bd.tv

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লিমন ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বুধবার রাত ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসে। বাসটি আজ সকাল ৬টার দিকে সুনামগঞ্জের ডাবর এলাকায় পৌঁছালে অপর একটি  বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে গিয়ে দুমরে-মুচড়ে যায়।

 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়ির নিচে আটকে পড়া লাশটি উদ্ধার করে। সেই সাথে গাড়ির মালামালও উদ্ধার করা হচ্ছে। এই ঘটনায় আরও ৩৫জন আহত হন। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

news24bd.tv

পুলিশ বলছে, বাসের ছাদে অতিরিক্ত মালামাল থাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জানান, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমাদের ধারণা, বাসটিতে অতিরিক্ত মালামাল থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

বুরহান/অরিন/news24bd.tv