‘রবিউলের বিচ্ছিন্ন পা দুটি যুক্ত করা সম্ভব নয়’

আহত চবি শিক্ষার্থী রবিউল হোসেন। ইনসেটে ট্রেনে কাটা পড়া দুই পা

‘রবিউলের বিচ্ছিন্ন পা দুটি যুক্ত করা সম্ভব নয়’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়া শিক্ষার্থী রবিউল হোসেনের পা দুটো আর কখনোই জোড়া লাগবে না। তার হাঁটুর নিচে থেকে পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আর যুক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসক।  

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রবিউল। তিনি চবির সমাজতত্ত্ব বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  ও বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে পড়েন।

রবিউল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

চমেক হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান অস্ত্রোপচারের পর জানান, ‘এখন আর তার দুই পায়ের বিচ্ছিন্ন অংশ যুক্ত করা সম্ভব নয়। অনেক রক্তক্ষরণ হয়েছে। ফলে তাকে অনেক রক্ত দিতে হয়েছে।

তার জ্ঞান আছে। মাথায় কিছুটা আঘাত পেয়েছে। তবে তা গুরুতর নয়। ’

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ষোলশহর এলে দ্রুত রেললাইন পার হতে গিয়ে কাটা পড়েন রবিউল। তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।  

আবার কেউ কেউ বলেছেন, ট্রেনে উঠতে গিয়ে তিনি পড়ে যান।

অরিন/news24bd.tv

সম্পর্কিত খবর