এশিয়া কাপ সূচিতে বাংলাদেশও ঝামেলায়

এশিয়া কাপ সূচিতে সমস্যায় বাংলাদেশও

এশিয়া কাপ সূচিতে বাংলাদেশও ঝামেলায়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এ বছর সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। এরই মধ্যে খেলার সময় সূচি প্রকাশিত হয়েছে । সূচিতে সমস্যায় পড়েছে ভারত । পরপর দুই দিনে দুই ম্যাচ খেলতে হবে ভারতকে।

এরপর আগেই আপত্তি তুলেছে ভারত। এবার এমন সমস্যায় পাড়তে হতে পারে বাংলাদেশকেও। তবে বাংলাদেশের সমস্যার একটু পার্থক্য রয়েছে।

সূচি অনুযায়ী, সেপ্টেম্বরের ১৮ ও ১৯ তারিখ পরপর দুইদিন খেলা রয়েছে ভারতের।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। তা শেষ করতে না করতেই শুরু হবে এশিয়া কাপ আর সেখানেই ১৮ সেপ্টেম্বর ভারতকে খেলতে হবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে। আর ১৯ তারিখে পাকিস্তানের বিপক্ষে। কোনো প্রকার বিরতি ছাড়া টানা দুই দিন ৫০ ওভারের ম্যাচ খেলা ভারতকে বড় চিন্তায় ফেলেছে। তাদের এ চিন্তার কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি)। তারাও সমস্যার দ্রুত সমাধানের ইঙ্গিত দিয়েছে।

এদিকে এশিয়া কাপের প্রথম দিনই মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ানডে দল। টাইগারদের সামনেও রয়েছে ভারতের মতো সমস্যা। তবে সেক্ষেত্রে রয়েছে কিছুটা হিসেব-নিকেশ।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২০ সেপ্টেম্বর আবুধাবিতে মুখোমুখি হবে আফগানিস্তানের। মাশরাফিরা যদি গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে ওঠে সেক্ষেত্রে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে নামতে হবে পরের দিনই। ‘সুপার ফোর’এর এই ম্যাচটি হবে আরেক শহর দুবাইয়ে। পর পর দুটি ৫০ ওভারের ম্যাচ তাও দুই শহরে দু'দিনে খেলা বেশ মুশকিল।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর