এবার ঈদে গরুর চামড়া ৫০, খাসি ২০ টাকা

ফাইল ছবি

এবার ঈদে গরুর চামড়া ৫০, খাসি ২০ টাকা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এই ঈদে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। স্থানভেদে দামও ভিন্ন ভিন্ন ধরা হয়েছে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ বৃহস্পতিবার এর দর নির্ধারণের ঘোষণা দেন।

তিনি বলেন, এবারের ঈদ-উল-আজহায় ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা।

আর ঢাকার বাইরে হবে ৩৫ থেকে ৪০ টাকা দাম নির্ধরাণ করা হল। এছাড়া ব্যবসায়ীরা খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা ও বকরি ১৩ থেকে ১৫ টাকা দরে কিনতে পারবেন।

তকে গত বছরের চেয়ে এ বছর চামড়ার দাম কম।

বাংলাদেশ থেকে বছরে প্রায় ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়।

এর মধ্যে ৬৪ দশমিক ৮৩ শতাংশ গরুর চামড়া, ৩১ দশমিক ৮২ শতাংশ ছাগলের, ২ দশমিক ২৫ শতাংশ মহিষের এবং ১ দশমিক ২ শতাংশ ভেড়ার চামড়া। এর অর্ধেকের বেশি আসে কুরবানির সময়।

এ বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ আগস্ট ঈদ উদযাপিত হবে। ১২ আগস্ট জিলহজ মাসের চাঁদ উঠলে ২২ আগস্ট ঈদ করবেন বাংলাদেশের মুসলমানরা। আর ১২ আগস্ট চাঁদ না দেখা গেলে ২৩ আগস্ট বাংলাদেশে ঈদ হবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর