পাকিস্তানকে ১৪ গোলে হারালো বাংলাদেশের কিশোরীরা

পাকিস্তানকে ১৪-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

পাকিস্তানকে ১৪ গোলে হারালো বাংলাদেশের কিশোরীরা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৫ বালিকা চ্যাম্পিয়নশিপের নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ১৪-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের কিশোরীরা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমার্ধে তারা ৬-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল। চ্যাম্পিয়ন হিসেবে ভুটানে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই খেলতে গেলো বাংলাদেশের কিশোরী ফুটবল দল। সে লক্ষ্যে দুর্দান্ত সূচনা করেছে মারিয়া মান্দারা।

৮ মাস আগে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে। দ্বিতীয় আসরে চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে লাল-সবুজ জার্সিধারী কিশোরীরা। প্রথমবার এই টুর্নামেন্টে খেলতে এসে পাকিস্তানের মেয়েরা যেন চোখে সরষেফুল দেখেছেন।

শুরু থেকে আক্রমণের ধারা বজায় রেখে বাংলাদেশের মেয়েরা বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

৫ মিনিটে তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর একের পর এক ধারাবাহিকভাবে গোল করতে থাকেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শামসুন্নাহার একাই করেছেন ৫ গোল। জোড়া গোল এসেছে তহুরা, আনাই মগিনি ও সাজেদার পা থেকে। এছাড়া গোল করেছেন মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও আখি খাতুন।

এই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত ১২-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। সোমবার (১৩ আগস্ট) বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে নেপালের বিরুদ্ধে।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর