ভারতে পাচারকালে ২ কেজি সোনাসহ আটক ২

সোনাসহ আটক দুইজন।

ভারতে পাচারকালে ২ কেজি সোনাসহ আটক ২

যশোর প্রতিনিধি

ভারতে পাচারের সময় বেনাপোল বাজার থেকে দুই কেজি  ওজনের ১১টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বেনাপোল ভবেববেড় গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ইশ্রাফিল এবং বেনাপোল দৌলতপুর গ্রামের আবুল কাসেমের স্ত্রী সফুরা বেগম।

৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিপুল পরিমাণ সোনার বার বেনাপোল বাজার দিয়ে ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার সকালে বেনাপোল বাজারে অভিযান চালিয়ে  ২ সোনা চোরাচালানীকে আটক করে। এ সময়  তাদের ব্যাগ তল্লাশী করে দুই কেজি ওজনের ১১টি সোনার বার জব্দ করা হয় । এর মধ্যে একটি বারের ওজন ১ কেজি ও বাকী ১০ টির ওজন ১ কেজি।  জব্দ সোনার মূল্য ৯৮ লাখ টাকা।

সোনাগুলো বেনাপোল কাষ্টম হাউসে জমা দেওয়া  হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/রিপন/তৌহিদ)

সম্পর্কিত খবর