আ.লীগ-যুবলীগ সংঘর্ষ: আহত ১০

প্রতীকী ছবি

আ.লীগ-যুবলীগ সংঘর্ষ: আহত ১০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংর্ঘষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু (৩৫), যুবলীগ কর্মী শাহীন রেজা (২৫), মনিরুল ইসলাম (৪০), জসিম উদ্দিন (২২), আনারুল ইসলাম (৩০) ও আওয়ামী লীগ কর্মী ফিদু শেখ (৪২)।

অন্যন্যরা মুজিবনগরে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সভাপতি নির্বাচিত হন। রাত সাড়ে নয়টার দিকে মহাজনপুর গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করে। এতে যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এতে ১০ জন আহত হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো ধরনের সংঘাত এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর