কমেই চলেছে কিং পেঙ্গুইনের বসতি

কমেই চলেছে কিং পেঙ্গুইনের বসতি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অ্যান্টার্কটিকা মহাদেশের রাজা ‘কিং পেঙ্গুইন’-এর সবচেয়ে বড় বসতিটি ১৯৮০ সালের পর থেকে প্রায় ৯০ শতাংশ সঙ্কুটিত হয়ে এসেছে।  

স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, গেল তিন যুগ ধরে প্রজননক্ষম পেঙ্গুইনের সংখ্যা ৮৮ শতাংশ কমে গেছে। অ্যান্টার্কটিক সায়েন্স জার্নালের আর্টিকেলে এই উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছে।  

কিং পেঙ্গুইনদের মূল বসতিটি আফ্রিকা ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী ভারত মহাসগরে।

এটি ফ্রান্সের অধিকৃত একটি দ্বীপ বলে জানা যায়। তবে পেঙ্গুইনদের সংখ্যা এভাবে কমে যাওয়ার পেছনের কারণ এখনও ব্যাখ্যা করেননি গবেষকরা।

news24bd.tv

আর্টিকেলে বলা হয়, ২০১৫ ও ২০১৭ সালে তোলা ছবিতে দেখা যায়- সেখানে কেবল ৬০ হাজার জোড়া পেঙ্গুইন অবশিষ্ট রয়েছে, যা ১৯৮০ সালের দিকে করা হিসেবের তুলনায় প্রায় ৫ লাখ জোড়া কম।

কিং পেঙ্গুইন হলো পেঙ্গুইন প্রজাতির মধ্যে দ্বিতীয় বৃহত্তম।

আয়তনের দিক থেকে এম্পেরার পেঙ্গুইনের পরেই কিং পেঙ্গুইন। এরা লম্বায় ৭০-১০০ সেন্টিমিটার এবং ওজন ১১ থেকে ১৬ কেজি হয়। দক্ষিণ অ্যান্টার্কটিকে পাওয়া যায় এদের। তবে কিং পেঙ্গুইন উত্তর অ্যান্টার্কটিকাতেও প্রজনন করে।

প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে কিং পেঙ্গুইনসহ এই প্রজাতির সব পাখিরা হুমকির মুখে রয়েছে।


সূত্র: পোপুলার মেকানিক্স, সাইন্স নিউজ, সিএনএন

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর