ফেরির তলা ছিদ্র হয়ে ইঞ্জিন রুমে পানি

ফেরির তলা ছিদ্র হয়ে ইঞ্জিন রুমে পানি

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া ৫ নং ফেরিঘাটে মেরামতে থাকা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের বড় একটি ফেরির তলা ছিদ্র হয়ে পানিতে তলিয়ে গেছে ফেরির একাংশ। আজ (১০ আগস্ট, শুক্রবার) দুপুরে এ ঘটনা ঘটে।

ওই ঘটনার পর পানি নিষ্কাশন করে ফেরিটি উদ্ধারের চেষ্টা চালিয়েছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। ফেরিটি চলমান না থাকায় এতে কোন যাত্রী ও যানবাহন ছিল না।

যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ও স্টেশন অফিসার জান্নাতুল নাঈম জানান, ফেরিটি মেরামতের সময় তলা ফেটে পানি উঠে এর একাংশ ডুবে যায়। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ৪টি পাম্পের মাধ্যমে পানি অপসারণের কাজ করে।  

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়াস্থ ফেরি মেরামত ভাসমান কারখানা মধুমতির নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, ‘দুর্ঘটনাকবলিত ফেরিটির তলদেশে মেরামতের জন্য ৫ নং ঘাটে নোঙর করে রাখা হয়েছিল।

নদীর পানি ক্রমাগত বৃদ্ধির কারণে হয়তো তলদেশে আগের থাকা ফুটো দিয়ে পানি ইঞ্জিন রুমে ঢুকে যায়। ’

‘পরে ৪ ঘণ্টা চেষ্টার পর পানি নিষ্কাশন করায় ফেরিটি বিপদমুক্ত করা সম্ভব হয়। শিগগিরই ফেরিটি মেরামত সম্পন্ন করে ট্রিপে ছাড়া হবে। ’


অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর