লঞ্চঘাটে ধস, নিখোঁজ ৯

লঞ্চঘাটে ধস, নিখোঁজ ৯

উদ্ধারকাজ বন্ধ ঘোষণা
রতন মাহমুদ • শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সাধুর বাজার লঞ্চঘাটের ৫০ মিটার জায়গা ধসে পড়ার ঘটনায় নিখোঁজ ৯ জনের এখনও সন্ধান মেলেনি। গেল মঙ্গলবার (৭ আগস্ট) ঘটনাটি ঘটলেও এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। উল্টো কাল (১০ আগস্ট) সন্ধ্যায় উদ্ধার কাজ বন্ধ ঘোষণা  করেছে স্থানীয় প্রশাসন।  

ফায়ার সার্ভিসের ১০ সদস্যর একটি দল ইঞ্জিনচালিত নৌকা দিয়ে পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালায়।

নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা পদ্মার তীরে সাধুর বাজার,চণ্ডিপুর,সুরেশ্বর এলাকায় ভিড় জমান। তারা স্বজনদের জন্য কান্না-আহাজারি করেছেন।

news24bd.tv

মঙ্গলবার দুপুরে হঠাৎ ৫০ মিটার জায়গাসহ ওই লঞ্চঘাটের ৩টি দোকান নদীতে বিলীন হয়ে যায়। ওই সময় ৯ ব্যক্তি নিখোঁজ হন।

তাদের মধ্যে ৬ জনের পরিচয় ওই দিনই জানা গেছে। বাকি ৩ জনের পরিচয় জানা গেছে বুধবার সকালে।  

ওই ৩ ব্যক্তি হলেন- উত্তর কেদারপুর গ্রামের শাজাহান ব্যাপারী,মজিবর ছৈয়াল ও গোপিনাথ বাছার।  

ঘটনার পরপরই স্থানীয়রা ২০ ব্যক্তিকে জীবিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেন। এই ২০জনকে সরকারিভাবে ১০হাজার টাকা দেওয়ার ঘোষণা দেয় প্রশাসন।

তবে নিখোঁজ ৯ জনের পরিবার এখনও পর্যন্ত কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পায়নি। প্রিয়জনের সন্ধান আদৌ পাবেন কিনা তা নিয়েও চিন্তিত স্বজনরা।
 

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।


রতন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর