সৌদিতে ঈদুল আজহা ২১ আগস্ট

প্রতীকী ছবি

সৌদিতে ঈদুল আজহা ২১ আগস্ট

সৌদি আরব প্রতিনিধি

শনিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাদ দেখা গেছে। আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে ঈদুল আযহা।

সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

২১আগস্ট পালিত হবে পবিত্র হজ।

হজের অংশ হিসেবে ১৮ আগস্ট সন্ধ্যার পর পর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। ১৯আগস্ট সারাদিন মিনাতে অবস্থান করে সেদিন রাতে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। ২০ আগস্ট আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুৎবা দেওয়া হবে।  

হজের খুৎবা শুনে যোহর এবং আসরের নামাজ একত্রে আদায় করবেন হাজিরা।

 

সেদিন সূর্যাস্তের পর আরাফা থেকে মুজদালিফায় যাবেন। সেখানে গিয়ে হাজিরা মাগরিব এবং এশার নামাজ আদায় করবেন।  

মুজদালিফায় খোলা আকাশের নিচে সারারাত অবস্থান করবেন এবং প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন।

ফজরের নামাজ শেষে বড় জামারায় (প্রতীকী বড় শয়তানকে) পাথর নিক্ষেপ করতে মিনায় যাবেন।  

পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানী দিবেন হাজীরা।

এ বছর বাংলাদেশ থেকে ১ লক্ষ ২৭হাজার সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৮লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান হজে অংশ নেয়ার কথা রয়েছে।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর