দাম বেড়েছে পেঁয়াজ ও সবজির, মসলা স্থিতিশীল

ফাইল ছবি

দাম বেড়েছে পেঁয়াজ ও সবজির, মসলা স্থিতিশীল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে দেশি ও আমদানি পেঁয়াজের দামও কেজিতে অন্তত ৫ টাকা বেড়েছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর-১ এবং মিরপুর-২ নম্বর এলাকায় বড়বাগ কাঁচাবাজার ঘুরে নিত্যপণ্যের বাজারের এ চিত্র পাওয়া গেছে।

বড়বাগ কাঁচাবাজারে গত এক সপ্তাহে অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ টাকা করে বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

একই চিত্র দেখা গেছে কারওয়ান বাজারেও।

বড়বাগে চিচিঙ্গা, পটল, কচুমুখী, লতি, ঢেঁড়শ, কাঁকরোল, বরবটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকায়। সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি দেড়শ টাকায় আর প্রতিটি লাউ ৫০ টাকায়।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা তোতা মিয়া বলেন, বর্ষা মৌসুম প্রায় শেষ , যে কারণে সবজির দামও বাড়তে শুরু করেছে।

প্রতিবছরই এই সময়টাতে সবজির দাম বেড়ে থাকে। আগামী মাস খানেকের মধ্যে নতুন সবজি আসলে দাম কমে যাবে।

এদিকে গত কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় পেঁয়াজের দাম আরও এক দফা চড়েছে।

মসলার বাজার স্থিতিশীল

আসন্ন কোরবানির ঈদ কে সামনে রেখেও মসলার বাজার এখনও ‘স্থিতিশীল’ থাকায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করছেন।

এলাচ ছাড়া অন্য কোনো মসলার দাম গত তিন মাসে বাড়েনি বলে কয়েকজন পাইকারি বিক্রেতা জানিয়েছেন।

কারওয়ান বাজারে মসলার পাইকারি দোকান মোঃ সিরাজ মিয়া বলেন, গত তিন মাস ধরেই মসলার বাজার স্থিতিশীল আছে। ঈদকে সামনে রেখেও মসলার বাজার স্থিতিশীল দেখা যাচ্ছে। মাঝখানে রোজার মধ্যে কয়েকটি মসলার দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে তাও আগের অবস্থায় ফিরে এসেছে।

বাজারে প্রতি কেজি লবঙ্গ ৯৮০ থেকে এক হাজার টাকা, এলাচ ১৬৫০ থেকে ১৭৫০ টাকা, দারুচিনি ৩০০ টাকা, জিরা ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে পাইকারি বাজারে দাম না বাড়লেও পাড়ার খুচরা দোকানগুলোতে মসলার দাম বেড়ে যায় বলে অভিযোগ এই ক্রেতার।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর