প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক আটক

পুলিশের হাতে আটক ব্যক্তি।

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক আটক

দিনাজপুর প্রতিনিধি

ফেসবুকে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর ছবি বিকৃত ও মন্তব্য প্রকাশ করায় একজনকে আটক করেছে দিনাজপুর পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।

রোববার দুপুরে দিনাজপুর পিবিআই কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি জানান দিনাজপুর পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার মধুসুধন রায়। আটক ব্যক্তির নাম মাইদুল ইসলাম। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কলাকাটা গ্রামের ফিরদুস আলীর ছেলে।

শনিবার দুপুর আড়াইটায় রংপুুর জেলা শহরের কাচারী বাজার এলাকা থেকে মাইদুল ইসলামকে আটক করা হয়।

পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাইদুল ইসলাম ফেসবুক আইডি খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি বিকৃত করে কুরুচীপূর্ণ মন্তব্য আইডিতে পোষ্ট করে। এতে তাদের মানসম্মান ক্ষুন্নসহ তাদের মর্যাদা পদকে চরমভাবে অপমান করা হয়েছে। যা জনস্বার্থ বিরোধী, মানহানিকর ও রাষ্ট্র বিরোধী।

ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পিবিআই সদস্যরা ট্রাপ করে রংপুর থেকে মাইদুলকে আটক করে।

এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআইর এই ঊর্দ্ধতন কর্মকর্তা। এই অপারেশনে তদন্ত অফিসারের দায়িত্বে ছিলেন পুলিশ পরিদর্শক লুৎফর রহমান।

(নিউজ টোয়েন্টিফোর/পলাশ/তৌহিদ)

সম্পর্কিত খবর