মাদারীপুরে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠের আসর

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ করছেন এক ছাত্র।

মাদারীপুরে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠের আসর

মাদারীপুর প্রতিনিধি

শোকাবহ পনের আগস্টকে সামনে রেখে ও তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ছড়িয়ে দিতে মাদারীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠের আসর করা হয়। এসময় শতাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপও নির্ণয় করা হয়।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা আসিবুর রহমান খান এবং মাদারীপুর জেলা যুবলীগের কার্যকরী সদস্য আবেদুর রহমান রূপস খানের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে এই আসরের করা হয়। এসময় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ শিক্ষার্থীদের পাঠের মাধ্যমে শুনানো হয়।

এতে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর দেশের প্রতি ত্যাগ ও মহিমা ফুঠে উঠে।

পরে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর