বাস যাত্রীর ব্যাগে সাড়ে ১৬ হাজার ইয়াবা

বাস যাত্রীর ব্যাগে সাড়ে ১৬ হাজার ইয়াবা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে সাড়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব।  

আজ (১৩ আগস্ট, সোমবার) ভোর সোয়া ৫টার দিকে পটিয়া শান্তির হাট বাজারের হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারের দায়ে বাসযাত্রী খবির হোসেনকে (২৭) আটক করেন র‌্যাব সদস্যরা।  

আটক খবির গাজীপুরের জয়দেবপুর থানার হায়দ্রাবাদ গ্রামের ইমন আলীর ছেলে।

এ ব্যাপারে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া শান্তির হাট বাজারে চেকপোস্ট বসিয়ে বাসটি তল্লাশি করে র‌্যাব। কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাস ভোরে ওই এলাকায় পৌঁছালে যাত্রীদের তল্লাশি শুরু করে র‌্যাব। ’

‘এ সময় এক যাত্রী পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে ধরে ফেলেন র‌্যাব সদস্যরা। পরে ব্যাগ তল্লাশি করে সাড়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে খবির জানায়, দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৮২ লাখ টাকা।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর