ঈদে রাজধানী জুড়ে মাদক ছড়াতে চেয়েছিল ৪ যুবক!

ঈদে রাজধানী জুড়ে মাদক ছড়াতে চেয়েছিল ৪ যুবক!

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে ১ হাজার ১৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ (১৩ আগস্ট) রাত দেড়টার দিকে মোহাম্মদপুর থানাধীন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হলো- হামিম (২৮), মেহেদী হাসান (২০), মো. সজীব (২০) এবং রাকিবুল ইসলাম (২০)।  

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, রায়েরবাজারস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ১নং গেটের সামনে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় ৪জনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বাড়তি আয়ের লোভে মাদক ব্যবসায় জড়িয়েছে। দেশব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালিত হওয়া সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অগোচরে তারা এই কাজ করে আসছে।  

রাজধানীর বিভিন্ন স্থানের পরিচিত ক্রেতার কাছ থেকে কয়েক ঘণ্টা আগে অর্ডার নিয়ে সুবিধাজনক স্থানে চড়া দামে (ইয়াবা) বিক্রি করে আসছিল তারা।

 

আটক ৪জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান সিনিয়র এএসপি রবিউল।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর