মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে কে?

মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে কে?

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফের ভাইরাল ভিডিওতে মাতলো নেটদুনিয়া। তবে এবারের ভিডিওটি স্বয়ং ‘সৃষ্টিকর্তার’। শুনতে অবাক লাগলেও এমনটাই দাবি করেছেন এক তরুণী। শুধু তাই নয়, অবিশ্বাস্য ঘটনার সাক্ষী রেখেছেন তিনি সমস্ত নেটিজেনদের জন্য।

ঘন কালো মেঘ তখন যুক্তরাষ্ট্রের আলাবামার আকাশজুড়ে। সেই সময়ই নাকি দেখা গেছে সেই রহস্যজনক পদচারণ।

তরুণী মনে করছেন, কালো মেঘের মধ্যে দিয়েই সামান্য আলোকিত অংশ হিসেবে পায়ের ছাপ রেখে গেছেন ‘সৃষ্টিকর্তা’।

সোলো ডোলো নামে ওই তরুণী ফেসবুক লাইভ করার সময় বলছে, ‘একটা কুঝটিকা ভিড় করেছে আকাশে।

ঝড়ে লণ্ডভণ্ড হতে চলেছে সবকিছু। সবকিছুই উড়ছে সারা আকাশে। সেটিকে নিয়ন্ত্রণের কোনো ক্ষমতাই আমাদের নেই। ’

আর তার মধ্যেই দেখা যায় উজ্জ্বল সাদা দাগ। তার কথা অনুসারে, আকাশে মেঘের মধ্য দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছিল।

ফেসবুকে ভিডিওটি আপলোড করার পর এখন পর্যন্ত ভিডিওটি দুই মিলিয়নের বেশিবার দেখা হয়েছে।  

এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ফেসবুক ব্যবহারকারী নিজের মতামত জানান। অনেকের দাবি, পুরো বিষয়টি রহস্যজনক, একই সঙ্গে ঐশ্বরিক।

কমেন্ট বক্সে ফেসবুক ব্যবহারকারীদের জবাব দিতে গিয়ে সোলো ডোলো লেখেন, ‘এটা কখনই বলবেন না যে আমার সৃষ্টিকর্তা সত্যি নয়। সকলের সামনে ঘটনাটি আনার জন্য তিনি (সৃষ্টিকর্তা) আমাকে বেছে নিয়েছেন। সেজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আপনিও ভিডিওটি দেখলে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে বাধ্য হবেন। ’



সূত্র: ডেইলি মেইল, দ্য সান, ইউটিউব

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর