বাস-মাইক্রোবাস সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৭

বাস-মাইক্রোবাস সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৭

সুমন বর্মণ • নরসিংদী

নরসিংদীর শিবপুর উপজেলার যাত্রীবাহী বাস ও বর যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় নিহতের ঘটনা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৪ শিশু রয়েছে। এ ঘটনায় নব দম্পত্তিসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছে।  

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আজ (১৪ আগস্ট, মঙ্গলবার) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- প্রান্তিক বর্মন (৬), স্নিগ্ধা বর্মন (৫), বৃষ্টি বর্মন (৬), স্বজল বর্মন (২০), শুভ বর্মন (৩০), সৌরভ বর্মন (১২) ও অজ্ঞাত ক্যামেরাম্যান (২৫) ।

নিহত ও আহতদের সবাই চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে নরসিংদীর রায়পুরা থেকে বিবাহ সম্পন্ন করে চাঁদপুরের মতলব এলাকার বরের নিজ বাড়িতে যাচ্ছিলো বরযাত্রীবাহী মাইক্রোবাস।

 

এ সময় ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ শিশু নিহত হয়।  

news24bd.tv
হাসপাতাল মর্গে নিহত একজনের লাশ

আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে আরও এক শিশুসহ ২ জন মারা যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ১৭ জনকে ঢামেক হাসপাতালে নেয়ার পথে আরও ৩ জনের মৃত্যু হয়।  
     
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হাফিজুর রহমান বলেন, ‘মিতালি পরিবহনের বাসটির সামনের চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বরযাত্রীবাহী মাইক্রোবাসটির ওপরে উঠিয়ে দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। ’

 

সুমন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর