মাটির বাড়িতে কলসি ভর্তি রৌপ্য মুদ্রা!

প্রতীকী ছবি

মাটির বাড়িতে কলসি ভর্তি রৌপ্য মুদ্রা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মাটি খুঁড়তেই উঠে এলো দুষ্প্রাপ্য মুদ্রা। ১শ দিনের প্রকল্পে মাটি কাটার সময় কোদালে ঠেকলো কলসি। আর সেই কলসি থেকে মিললো ১৮৪০  ও ১৮৬২ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩৭টি প্রাচীন মুদ্রা।  

আজ (১৪ আগস্ট, মঙ্গলবার) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের (বাংলার) নদীয়া জেলার মায়াপুরের বল্লালদিঘি এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার দুপুরে বল্লালদিঘির রামসীতা মন্দিরের পাশে ১শ দিনের প্রকল্পে মাটি কাটার কাজ করছিলেন গজেন হালদার। তখনই মুদ্রা ভর্তি কলসিটি মেলে।  

ঘটনাটি জানাজানি হতেই মায়াপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরিন্দম রায় ঘটনাস্থলে যান। তখনই ওই দুষ্প্রাপ্য মুদ্রাগুলো পাওয়া যায়।

মুহূর্তেই কৌতুহলী মানুষের ভিড় বাড়তে থাকে। বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

 

সূত্র: জি নিউজ 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর