সাগর উত্তাল, টেকনাফ-সেন্ট মার্টিন নৌযান চলাচল বন্ধ

সাগর উত্তাল, টেকনাফ-সেন্ট মার্টিন নৌযান চলাচল বন্ধ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে টানা তৃতীয় দিনের মতো এ রুটে কোনও নৌযান চলাচল বাতিল করা হয়েছে। । সোমবার থেকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘সাগর উত্তাল থাকায় যাতে কোনো দুর্ঘটনা না হয়, সেজন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সাগরের পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে। ’

আজ সকাল থেকেই টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া নৌঘাটে অনেক যাত্রীকে ভিড় করতে দেখা যায়। তারা সেন্টমার্টিন যেতে না পেরে আত্মীয়-স্বজন ও টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছেন।

news24bd.tv

এ প্রসঙ্গে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমেদ বলেন, ‘সাগর উত্তালে দুর্ঘটনা এড়াতে এ রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে দ্বীপের শতাধিক বাসিন্দা টেকনাফে আটকা পড়েছে। তবে সাগরের অবস্থা স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে। ’

এ ব্যাপারে টেকনাফ-সেন্টমার্টিন রুটের সার্ভিস বোটের সভাপতি রশিদ আহমদের ভাষ্য, ‘গত ৩ দিন ধরে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালপত্র পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে ওই রুটে নৌযান চলাচল করতে পারছে না। এতে দ্বীপে নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্কট দেখা দিয়েছে। ’


অরিন/নিউজ টোয়েন্টিফোর