কালীগঞ্জে কিং ব্যান্ড সিমেন্টের রাজসভা

রাজসভায় কিং ব্রান্ড সিমেন্টের কর্মকর্তারা।

কালীগঞ্জে কিং ব্যান্ড সিমেন্টের রাজসভা

ঝিনাইদহ প্রতিনিধি

স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট কিং ব্যান্ড, এই শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে রাজ মিস্ত্রিদের রাজসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে কালীগঞ্জ পৌরসভা মিলনায়েতনে বসুন্ধরা গ্রুপের কিং ব্যান্ড সিমেন্টের সহযোগিতায় কালীগঞ্জ পরিবেশক রাশেদুল হাসান রুনু এ রাজসভার আয়োজন করেন।

রাত আটটায় কালীগঞ্জ উপজেলা শহরের পৌরসভা মিলনায়তনে শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এ রাজসভায় প্রধান অতিথি ছিলেন কিং ব্যান্ড সিমেন্টের ডিজিএম সেলস আব্দুর লতিফ। বিশেষ অতিথি ছিলেন এজিএম সেলস খন্দকার তাজরুল হাসান, ডিএসএম নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার দিলীপ কুমার বিশ্বাস ও ইঞ্জিনিয়ার প্রদীপ ব্যানার্জি।

শুভেচ্ছা বক্তব্য দেন মেসার্স হাজী রফি উদ্দিন এন্ড সন্স এর মালিক কিং ব্যান্ড সিমেন্টের পরিবেশক রাশেদুল হাসান রুনু,কালীগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান। কিং ব্যান্ড সিমেন্টের টেকনিক্যাল সাপোর্ট  ইঞ্জিনিয়ার কাওসার হোসেন সিমেন্টের গুনগতমানের স্বচিত্র প্রজেক্টরের মাধ্যমে  প্রদর্শন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কিং ব্যান্ড সিমেন্টের এরিয়া ম্যানেজার মশিউর রহমান।

প্রধান অতিথি বলেন, কিং ব্যান্ড সিমেন্ট প্রমাণ করতে সক্ষম হয়েছে মজবুত ও শক্ত নির্মাণে কিং ব্যান্ড সিমেন্ট সেরা।

অনুষ্ঠানে কিংব্যান্ড সিমেন্টের সেলস কর্মকর্তা-কর্মচারী ৭০জন রাজমিস্ত্রি ও ২০জন রিটেলার্স সহ শতাধিক লোক অংশ নেয়। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র এর মাধ্যমে ১০ জন রাজমিস্ত্রিদের পুরস্কৃত করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/রুহুল/তৌহিদ)
 

সম্পর্কিত খবর