ব্যারিস্টারের ছেলে পরিচয়ে ডিম ব্যবসায়ীর প্রতারণা!

ব্যারিস্টারের ছেলে পরিচয়ে ডিম ব্যবসায়ীর প্রতারণা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চট্টগ্রামে ভুয়া পরিচয়ে শতাধিক মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে ফরহাদ উদ্দিন চৌধুরী (৩৬) নামে এক ডিম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত রাতে নগরীর কালুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

ফরহাদের বাড়ি পটিয়া উপজেলার ছনহরা গ্রামে। পেশায় সামান্য ডিম ব্যবসায়ী হলেও নিজেকে কখনও শীর্ষ রাজনীতিবিদ, শিল্পপতির আত্মীয়, কখনও ব্যারিস্টারের ছেলে পরিচয় দিয়ে থাকেন ফরহাদ।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মো. শওকত আলী বলেন, ‘বিদেশে নেয়ার প্রলোভন, ব্যবসায় অংশীদার করা, চাকরি দেয়া, ঋণ পাইয়ে দেয়াসহ বিভিন্ন নামিদামী প্রতিষ্ঠানে কাজ পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা করতেন ফরহাদ। ’ 

‘এমনই এক ঘটনায় প্রতারণার শিকার আনিস নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় ফরহাদকে ধরা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে প্রতারণার শিকার মোট ৬৫ জন ভুক্তভোগীর খোঁজও পেয়েছে পুলিশ। ’

ফরহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান উপ-কমিশনার হাসান মো. শওকত আলী।

 
 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর