ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফ্রান্স

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে এবারের বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াও।

রাশিয়া বিশ্বকাপের পর আজই নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতা ফ্রান্স ৬ ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে।

ক্রোয়েশিয়া ১৬ ধাপ এগিয়ে চারে আছে।

সেরা দশে উঠে এসেছে উরুগুয়ে, ইংল্যান্ড এবং ডেনমার্কও। আর সেরা দশ থেকে নেমে গেছে আর্জেন্টিনা, চিলি, জার্মানি ও পোল্যান্ড।

রাশিয়ায় গ্রুপপর্ব থেকে বাদ পড়া জার্মানি ১ নম্বর থেকে নেমে গেছে ১৫ নম্বরে।

৬ ধাপ পিছিয়ে আর্জেন্টিনা আছে ১১ নম্বরে। বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়া চিলি ৩ ধাপ পিছিয়ে ১২ নম্বরে ও পোল্যান্ড ১০ ধাপ পিছিয়ে ১৮ নম্বরে নেমে গেছে।

বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম এক ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়া ব্রাজিল এক ধাপ পিছিয়ে তিনে আছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা সাত

news24bd.tv

সূত্র: ফিফা ডট কম

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর