উত্তর মেরুতে রাশিয়ার বোমারু বিমান

টিইউ-১৬০ বিমান।

উত্তর মেরুতে রাশিয়ার বোমারু বিমান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাশিয়ার উত্তর মেরুতে আনাদির বিমানঘাঁটিতে বৃহস্পতিবার দুটি টিইউ-১৬০ বোমারু বিমান পাঠিয়েছে মস্কো। রুশ গণমাধ্যম এ খবর প্রচার করেছে।

খবরে বলা হয়, রাশিয়ার স্থায়ী ঘাঁটি থেকে সাত হাজার কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে বিমানগুলো আনাদির ঘাঁটিতে অবতরণ করে। ওই অঞ্চলে রুশ সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার অংশ হিসেবে আনাদির বিমানঘাঁটিটি সম্প্রতি পুনর্নির্মাণ করা হয়েছে।

আনাদির ঘাঁটিতে যাওয়ার পথে বিমানের পাইলটরা যুদ্ধ মহড়া পরিচালনা করে। এসময় কৌশলগত বোমারু বিমান থেকে কোমি প্রজাতন্ত্রের একটি স্থল লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালানো হয়। এছাড়া, মধ্য-আকাশে জ্বালানি নেয়ার মহড়াও চালায় বিমানগুলো।  

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মোট ১০টি বিমান এ মহড়ায় অংশ নেয়।

এগুলো হলো টিইউ-১৬০, টিইউ-৯৫এমএস এবং আইএল-৭৮ মডেলের বিমান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর