কুমিল্লা অংশে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কুমিল্লা অংশে যান চলাচল স্বাভাবিক

হুমায়ূন কবির জীবন, কুমিল্লা

টানা তিনদিনের অব্যাহত যানজটের পর স্বাভাবিক হয়ে এসেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। আজ সকালে দাউদকান্দি টোলপ্লাজা থেকে শহিদনগর এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হলেও পরে স্বাভাবিক গতিতে যান চলাচল শুরু হয়। দুপুর থেকে মহাসড়কের কুমিল্লার অংশ কার্যত ফাঁকা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার মোঃ  আবুল কালাম আজাদ জানান, পন্যবাহী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় কিছুটা যানজট সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

উল্লেখ্য, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ২৫ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে বৃহস্পতিবার রাতে মহাসড়ক স্বাভাবিক গতিতে ফেরে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর