মুসলিম হওয়ায় বাসা ভাড়া পাচ্ছেন না তরুণী!

প্রতীকী ছবি

মুসলিম হওয়ায় বাসা ভাড়া পাচ্ছেন না তরুণী!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নিশাত রিমা লস্কর। ভারতের পশ্চিমবঙ্গের (বাংলার) দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুরের বাসিন্দা। এলাকার সবথেকে মেধাবী ছাত্রী তিনি।  

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়েছেন, ভর্তি হয়েছেন গণিত বিভাগে।

কিন্তু কলকাতা শহরে বাসা ভাড়া খুঁজতে গিয়ে বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই মুসলিম তরুণী। মুসলিম বলে তাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না বলে অভিযোগ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আশপাশে পেয়িংগেস্ট হিসেবে থাকতে বাড়ির খোঁজ করছেন তিনি। ১ আগস্ট থেকে তার ক্লাস শুরু হয়ে গেছে।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে রুম বরাদ্দ দেয়ার প্রক্রিয়া শুরু হতে বেশ দেরি। তাই আপাতত পেয়িংগেস্ট হিসেবে থাকতে চেয়েছিলেন নিশাত।

নিশাতের বাবা ইকতিয়ার লস্কর বলেন, ‘অনলাইন থেকে বাড়ির সন্ধান পেয়ে সুলেখা এলাকায় এক বাড়িতে যাই। পরদিন মেয়েকে নিয়ে আসবো বলে সব কথা পাকা করে আসি। কিন্তু আমরা মুসলিম বলে রাতেই ফোন করে ওই গৃহকর্ত্রী বাড়ি ভাড়া দেবেন না বলে ফোন রেখে দেন। ’

তার অভিযোগ, একইরকম ব্যবহার যাদবপুরের সব এলাকা থেকে পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও অনেক মুসলিম পরিবার কলকাতায় ঘর ভাড়া পেতে এমন সমস্যায় পড়েছেন।  

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর