দৌলতদিয়া ফেরিঘাটে পশুবাহী ট্রকের লাইন

ফাইল ছবি

দৌলতদিয়া ফেরিঘাটে পশুবাহী ট্রকের লাইন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পদ্মা নদীতে ফেরি সার্ভিস ব্যাহত হওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পশু ব্যবসায়ীরা।

এ নৌপথে প্রয়োজন অনুযায়ী ফেরি বাড়ানো হলেও নদীর তীব্র স্রোত ও কোরবানির পশুবাহী গাড়ি প্রবেশ করায় দৌলতদিয়াঘাটে গাড়ির লম্বা লাইন তৈরি হচ্ছে।

পশুবাহী গাড়ি ও যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পার করায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যাত্রীবাহী পরিবহনগুলোকে।

গরম আবহাওয়ার মধ্যে অনেক সময় ধরে যানজটে আটকেপড়া পশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়তে দেখা যায় ব্যবসায়ীদের।

ফেরি কর্তৃপক্ষের দাবি, ঈদ সামনে রেখে অতিরিক্ত যানবাহনের চাপ, নাব্য সংকট এবং নদীতে তীব্র স্রোতের কারণে যানজট বেড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, দেশের গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় প্রতিদিন এ নৌপথ দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার গাড়ি পারাপার হয়। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে নাব্য সংকট দেখা দিলে ওই রুটের অধিকাংশ গাড়ি এ নৌপথ দিয়ে পার হওয়ায় ঘাটে বাড়তি চাপ সৃষ্টি হয়।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর