রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন সুপার মডেল

রোহিঙ্গা শিশুদের সাথে জিজি হাদিদ

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন সুপার মডেল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কক্সবাজারের জামতলি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন জনপ্রিয় মার্কিন মডেল জিজি হাদিদ। জানা গেছে, ইউনিসেফের আমন্ত্রণে তিনি এই সফর করেছেন।  

জামতলি রোহিঙ্গা ক্যাম্পে তিনি বেশ কিছু ছবি তুলেছেন। সেই ছবি আজ (১৭ আগস্ট, শুক্রবার) বিকেলে ইনস্টাগ্রামে আপলোড করেছেন।

 

তার সেই পোস্ট থেকে জানা গেছে, আজ সকালে তিনি জামতলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। ইউনিসেফ সেখানে পয়ঃনিষ্কাশনের উন্নত ব্যবস্থা, বিশুদ্ধ পানি আর শিক্ষা নিয়ে কাজ করছে।

জিজি হাদিদের বাবা মোহাম্মেদ হাদিদ আর মা ইয়োলোন্ডা হাদিদ। বাবা আবাসন ব্যবসায়ী আর মা ছিলেন মডেল।

তার বাবা ফিলিস্তিন-মার্কিন নাগরিক।  

news24bd.tv
রোহিঙ্গা শিশুদের সাথে জিজি হাদিদ

তবে জিজি হাদিদের জন্ম লস অ্যাঞ্জেলেসে। ২০১৩ সালে তিনি আন্তর্জাতিক মডেল পরিচালনা সংস্থা আইএমজি মডেলসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। পরের বছর মডেলস ডটকম-এর সেরা ৫০ মডেলের তালিকায় স্থান করে নেন। ২০১৬ সালে ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল বছরের সেরা আন্তর্জাতিক মডেল হিসেবে নির্বাচন করে তাকে।


অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর