'ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল'

ফাইল ছবি

'ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিএনপি আবারও ১-১১ আনার ষড়যন্ত্র করছে এবং সেটি আর আসবে না।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এর আগে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশের জন্য এবার দেশকে স্বাধীন করুন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, আমি প্রশ্ন রাখতে চাই- এটা কি রাষ্ট্রদ্রোহিতার শামিল নয়? এর যদি বিচার করতে হয়, ফখরুলকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার করলে কি ভুল হবে? এ ধরনের কথা বলেও ফখরুল ইসলাম স্টিল নাউ আছেন। এখনও আপনি অ্যারেস্ট হননি, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

বিএনপি মহাসচিবের কাছে ওবায়দুল কাদের প্রশ্ন করেন, কোন স্বাধীনতা? পাকিস্তানে ইমরান সরকার এসেছে, মহাখুশি, না? মহাখুশি আপনারা? ফখরুল সাহেব, অচিরেই টের পাবেন কত ধানে কত চাল।

ঢাকা মহানগর আওয়ামী লীগ ‘১৭ আগস্ট সারা দেশে সিরিজি বোমা হামলা’র প্রতিবাদে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর