মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে

মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দিন দশেক হলো মুখ গোমড়া করে আছে বাংলার আকাশ। তীব্র রোদের চোখ রাঙানিতে ক’দিন ধরেই দেশবাসীর হাঁসফাঁস অবস্থা। অবশেষে সেই দূরবস্থা কাটতে চলেছে।

দেশের ৮ বিভাগের বিভিন্ন স্থানে আজ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভসে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে, ভারতের ওড়িষ্যা ও তৎলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দেশটির মধ্য প্রদেশ ও গুজরাট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে।

মৌসুমী বায়ু ওড়িষ্যা, বিহার এবং হিমালয় পাদদেশীয় উত্তারাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

গতকাল (১৭ আগস্ট, শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৭.৪°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ২৪.২°C। সর্বোচ্চ বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৬১ মিলিমিটার।  

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে।


অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর