স্বামীর ছোড়া এসিডে স্ত্রী-শাশুড়ি দগ্ধ

প্রতীকী ছবি

স্বামীর ছোড়া এসিডে স্ত্রী-শাশুড়ি দগ্ধ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর গেণ্ডারিয়ায় চার তলা ভবনের একটি কক্ষে মাদকাসক্ত স্বামী বেলালের ছুড়ে মারা এসিডে ঝলসে গেছেন স্ত্রী রোজিনা বেগম (৩০) ও তার মা পারভীন বেগম (৪৬)। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে গেণ্ডারিয়ার কোম্পানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।  
রোজিনার পারিবারিক সূত্রে জানা যায়, রোজিনার স্বামী বেলাল উদ্দিন জিকু রাত ১০টার দিকে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে।

এসময় মা খাটে শুয়েছিল এবং রোজিনা পাশে বসে ছিল। এই ঘটনায় তাদের মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

১২ বছর ধরে রোজিনা এবং বেলাল সংসার করে আসছিল। টাকা-পয়সা নিয়ে প্রায় সময়ই বেলাল রোজিনার ওপর নির্যাতন করতো।

পারিবারিক কলহের জের ধরেই বেলাল এই কাজ করছে বলে মনে হচ্ছে।

গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বলেন, কোম্পানীগঞ্জ এলাকায় এসিড নিক্ষেপে মা-মেয়ে দগ্ধ হয়েছে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছে।

ঢামেক বার্ন ইউনিটের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, পারভীনের ৬ শতাংশ ও তার মেয়ে রোজিনার ১৫ শতাংশ ঝলসে গেছে।

সম্পর্কিত খবর