‘স্কুলবাসে হামলায় ব্যবহৃত বোমা যুক্তরাষ্ট্রের’

কফিন সামনে নিয়ে ইয়েমেনি শিশুদের বিক্ষোভ।

‘স্কুলবাসে হামলায় ব্যবহৃত বোমা যুক্তরাষ্ট্রের’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সম্প্রতি ইয়েমেনের একটি স্কুলবাসে সৌদি বিমান হামলায় ব্যবহৃত বোমা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত বলে জানিয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন।

বোমা বিশেষজ্ঞরা সিএনএন-কে শুক্রবার এ তথ্য নিশ্চিত করে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে সিএনএন প্রচার করে, ২২৭ কেজি ওজনের লেজার গাইডেড মার্ক ৮২ মডেলের বোমা ছিল সেটি। অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনে যেসব অস্ত্র ও বোমা ব্যবহার করছে সৌদি আরব তার বেশিরভাগের নির্মাতা হচ্ছে লকহিড মার্টিন কোম্পানি।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ইয়েমেনের সা’দা প্রদেশের দাহিয়ান শহরে একটি স্কুলবাসের ওপর বোমা হামলা চালায় সৌদি বিমান। এতে ৫১ জন নিহত হয় যার মধ্যে ৪০টি শিশু ছিল। এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ও জাতিসংঘ কর্মকর্তাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে একজন সাংবাদিক বিস্ফোরিত বোমার টুকরো উদ্ধার করে বলেছিলেন, সম্ভবত এ বোমা আমেরিকায় তৈরি হয়েছে।

সৌদি আরব প্রথম দিকে এ হামলা বৈধ বলে উল্লেখ করলেও পরে আন্তর্জাতিক সমালোচনার মুখে তদন্ত করার উদ্যোগ নিয়েছে।

news24bd.tv

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর