আল-আকসা মসজিদ প্রাঙ্গন বন্ধ

আল-আকসা মসজিদ প্রাঙ্গন বন্ধ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রাঙ্গন (কম্পাউন্ড) বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। এদিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ছুরি হামলার অভিযোগ এনে এ কাজ করা হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়।

জানা গেছে, গত রাতে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে এশার নামাজও আদায় করতে দেয়নি ইসরায়েলি পুলিশ। এ সময় নামাজিরা মসজিদটির প্রধান ফটক ‌‌‌‌‌‘বাব-আল-আসবাত’ এর সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

 

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আল-আকসা মসজিদের প্রবেশ পথ বন্ধ রাখতে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো অধিকার নেই। পূর্ব জেরুজালেম ও আল-আকসার নিরাপত্তা ফিলিস্তিনিদের সঙ্গে সম্পৃক্ত।  

ফটকগুলো খুলে দেওয়ার দাবি জানানোসহ ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেয়ারও আহ্বান জানান তারা।  

সূত্র: আল-জাজিরা

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর