বাংলাদেশ ০, ভারত ০

বাংলাদেশ ০, ভারত ০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ-ভারত ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়েছে। টান টান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে কেউ কারো চেয়ে কম নয় বলে জানান দেয়।

ফাইনালের আগেই এ ম্যাচেই হবে বাংলাদেশের জন্য আসল পরীক্ষা। গ্রুপ পর্বে পাকিস্তান আর নেপালকে বিধ্বস্ত করে এবং সেমিফাইনালে ভুটানকে গুঁড়িয়ে দিলেও ভারতকে নিয়ে ভাবতে হবে আলাদা করেই।

বাংলাদেশের গোলরক্ষক মাহমুদা খেলার আগে বলেছিলেন, ভারতের বিরুদ্ধে তাকে দিতে হবে বড় পরীক্ষা। আর তার প্রমাণ স্বরুপ শুরুর দিকে ভারতের বেশ কিছু আক্রমণ প্রতিহত করেছে।

আরও পড়ুন: নেপালকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

চার মিনিটে ভারতের পাওয়া ফ্রি কিক প্রথমে ফিরেছে ক্রসবারে লেগে। ফিরতি বলে ভারতের এক ফরোয়ার্ড হেড নিয়েছিলেন দ্বিতীয় পোস্ট দিয়ে।

বাংলাদেশের গোলরক্ষক বাম দিকে ঝাঁপিয়ে সে বল বাইরে পাঠিয়ে দিয়েছেন ম্যাচে প্রথম পরীক্ষা।

প্রতিপক্ষ হিসেবে ভারত শক্তিশালী। সেটা তারা দেখিয়েছে ফাইনালের প্রথম ৪৫ মিনিটে। পাকিস্তান, নেপাল ও ভুটানকে যেভাবে নাস্তানবুদ করেছেন আখি, মারিয়া, তহুরা আর শামসুন্নাহাররা ফাইনালে সেভাবে তাদের সুযোগ দেননি ভারতীয় কিশোরীরা। বরং তারা সমানতালেই লড়েছে বাংলাদেশের সঙ্গে।

বাংলাদেশ কয়েকবার ভারতের রক্ষণে হানা দিলেও ফিনিশিংটা ভালো হয়নি।

(নিউজ টোয়েন্টিফোর/ তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর