প্রশান্ত মহাসাগরে ৮.২ মাত্রার ভূমিকম্প

ছবি-সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে ৮.২ মাত্রার ভূমিকম্প

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রশান্ত মহাসাগরের মধ্যস্থলে ৮ দশমিক ২ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ফিজি ও টোঙ্গা থেকে ২০০ মাইল দূরে অবস্থিত। স্থানীয় সময় রোববার দুপুরের পর পরই ভূমিকম্প আঘাত হানে।

৫৬০ কিলোমিটার গভীরে হওয়ায় এতে উৎপত্তি ভূপৃষ্ঠের কোনো ক্ষতি হবে না বলে ধারণা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রশান্ত মহাসাগরব্যাপী সুনামি সৃষ্টি হবে না বলে আশা করা হচ্ছে। ভূমিকম্পের কারণে হাওয়াইয়ের জন্যও কোনো সতর্কবার্তা নেই।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর