যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করব না: এরদোয়ান

ডেনাল্ড ট্রাম্প ও রিসেপ তাইয়েপ এরদোয়ান।

যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করব না: এরদোয়ান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞার কাছে তুরস্ক আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে অথনৈতিক ক্যু’ করার ষড়যন্ত্র করছে।

শনিবার রাজধানী আংকারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র ৬ষ্ঠ কংগ্রেসে এরদোয়ান এসব কথা বলেছেন।

তিনি বলেন, আজকে কিছু লোক আমাদের অর্থনীতি, সুদের হার, বৈদেশিক মুদ্রা, বিনিয়োগ এবং মুদ্রাস্ফীতির হুমকি দিচ্ছেন।

আমরা তাদের বলেছি, আমরা আপনাদের খেলা দেখেছি এবং আমরা আপনাদের চ্যালেঞ্জ করছি।

সন্ত্রাসী তৎপরতার অভিযোগে তুর্কি সরকার মার্কিন পাদ্রি অ্যান্ড্রু ব্রানসনকে আটক করার পর ন্যাটো মিত্র তুরস্ক ও আমেরিকার মধ্যে নজিরবিহীন টানাপড়েন সৃষ্টি হয়। আগস্ট মাসের শুরুর দিকে এর প্রভাব পড়ে তুর্কি অর্থনীতি ওপর। এরইমধ্যে ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার মান শতকরা ৩০ ভাগ কমে গেছে।

ব্রানসনের বিরুদ্ধে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পিকেকে গেরিলা ও গুলেন মুভমেন্টের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ আনা হয়েছে। আমেরিকা ব্রানসনের মুক্তি দাবি করে আসছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর