র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধ, ২ মাদক ব্যবসায়ী নিহত

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধ, ২ মাদক ব্যবসায়ী নিহত

নজির আহম্মদ রতন • ফেনী প্রতিনিধি

ফেনীতে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ (২০ আগস্ট, সোমবার) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২৪ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত ২ মাদক ব্যবসায়ী হলো- মো. মামুন মোর্শেদ ও আলামিন।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, মাদক ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে ঢাকায় মাদক পাচার করছে- এই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বিসিক এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মোটর সাইকেল তল্লাশি করতে গেলে মাদক ব্যবসায়ীরারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মামুন ও আলামিন গুলিবিদ্ধ হয়।  

এ সময় র‌্যাব মোটর সাইকেলের তেলের ট্যাঙ্কে কৌশলে রাখা থেকে ২৪ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

পরে তাদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  



রতন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর