মিনা‌য় হঠাৎ ধূলিঝ‌ড়

মিনা‌য় হঠাৎ ধূলিঝ‌ড়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অত্যধিক তাপমাত্রায় সৌদি আরবের মিনায় স্থানীয় সময় রোববার দিনভর প্রচণ্ড গরম থাক‌লেও হঠাৎ সন্ধ্যার আগে প্রবল ধূলিঝ‌ড় শুরু হয়। এ সময় মিনা ময়দা‌নের তাবু‌তে অবস্থানরত লাখো হা‌জি‌দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হা‌জিরা সমস্ব‌রে সূরা ও দোয়া পড়‌তে শুরু‌ করেন। ধূলিঝ‌ড়ের ধূলিকণা তাবু‌তেও ঝাপ‌টে প‌ড়ে।

দিনভর কাঠ ফাটা রো‌দের পর বি‌কে‌লে আকাশ মেঘলা হলে হাজিরা বাই‌রে ঘুর‌তে বের হন। কিন্তু স্থানীয় সময় সন্ধ্যা পৌ‌নে ৭টায় দিকে ধূলিঝড় শুরু হলে ছোটাছোটি করে তাদের তাবুতে ফিরে আসতে হয়।

এ সময় রাস্তা অনেকটা ফাঁকা ও চার‌দিক ধু‌লোয় অন্ধকার হয়ে যায়। এরই মা‌ঝে কেউ কেউ সাহস ক‌রে বাই‌রে বের হন।

এদিকে, আজ (২০ আগস্ট, সোমবার) রাতেই হাজিরা মিনা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাতের ময়দানের দিকে যাবেন।

এই পথ পাড়ি দিতে মুসল্লিরা পায়ে হেঁটে, হুইল চেয়ারে, বাসে- যে যেভাবে পারেন পৌঁছাবেন। সবার শরীর সাদা কাপড়ে ঢাকা থাকবে। তাদের ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। এরই মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।
 


অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর