‘শান্তি প্রতিষ্ঠা করতে চাই’

পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান

‘শান্তি প্রতিষ্ঠা করতে চাই’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে চান দেশটির নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ‘প্রতিবেশী সব দেশের সঙ্গে আলোচনা এবং সম্পর্ক স্বাভাবিক করতে চাই। ’

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে এ কথা বলেন তেহরিক-ই-ইনসাফ দলের (পিটিআই) প্রধান ইমরান খান।

১৯৯২ সালে বিশ্বকাপ জয়ী পাকিস্তানের অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান গেল মাসে সাধারণ পরিষদের নির্বাচনে বিজয়ী হওয়ার পর পরশু (১৮ আগস্ট) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

রোববার রাতে দেওয়া ভাষণে ভারত বা অন্য কোনো দেশের নাম উল্লেখ না করে ইমরান বলেন, ‘প্রতিবেশী সবার সঙ্গে আমার কথা হয়েছে। আমি সম্পর্কের উন্নতি চাই। তা না হলে পাকিস্তানে শান্তি আসবে না। ’

এক ঘণ্টারও বেশি সময় ধরে দেওয়া ভাষণে তিনি পাকিস্তানের প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, জলবায়ু ও পরিবেশ, দুর্নীতি, শিশু নির্যাতন, আইন-শৃঙ্খলা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কসহ নানা বিষয় তুলে ধরেন।


 দেশটিতে ঋণের মাত্রা ও দারিদ্রতা কমিয়ে ইসলামি কল্যাণমূলক ব্যবস্থায় একটি ‘নতুন পাকিস্তান’ গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি।

দেশটির বর্তমান আর্থিক সঙ্কটের কথা উল্লেখ করে ইমরান বলেন, ‘আগের সরকার দেশকে ২৮ লাখ কোটি রুপি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। ’ দেশটিতে অর্থের অপচয় বন্ধ করবেন জানিয়ে তিনি বলেন,‘আমি সাধারণ জীবনযাপন করবো এবং আপনাদের অর্থ বাঁচাবো’।

ভাষণে অভিজাত পাকিস্তানিদের বিলাসী জীবন যাপনের সমালোচনা করেন ইমরান খান। পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনের বদলে ৩ কক্ষবিশিষ্ট একটি ছোট বাসায় থাকবেন বলে ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রীর বাসভবনে ৫২৪ জন পরিচালক ও ৮০টা গাড়ি থাকে। এর মধ্যে ৩৩টা বুলেটপ্রুফ গাড়ি। এসব প্রসঙ্গ তুলে ইমরান বলেন, ‘আমি দু’জন সাহায্যকারী রাখবো আর দুটো বুলেটপ্রুফ গাড়ি থাকবে। বাকি গাড়িগুলো নিলাম করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে দিয়ে দেব। ’

ইমরান খান ধনীদের কর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ঋণের চাপ কমাতে দ্রুতই দেশজুড়ে অভিযান শুরু হবে। ’ 

সঙ্কট নিরসনে নীতিগত পরিকল্পনা কী হবে, সে বিষয়ে কোনো আলোকপাত না করলেও কর অভিযান পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন গভর্নর ইশরাত হুসেনের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করার কথা বলেছেন তিনি।

প্রায় ২১ কোটি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির ২২তম প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ঋণ নিয়ে জীবনযাপন ও অন্য দেশের কাছ থেকে সহায়তা নিয়ে চলার বাজে অভ্যাস করেছি আমরা। কিন্তু কোনো দেশ এভাবে উন্নতি করতে পারে না। আমাদের অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে। ’

পিটিআই প্রধানের ভাষ্য, ‘হযরত মুহাম্মদ (সা.) যে আদর্শ রাষ্ট্রের কথা বলেছিলেন, পাকিস্তানকে সেই আদলে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে চাই। আল্লাহ যাদের পর্যাপ্ত দেননি, আমি তাদের পেছনে ব্যয় করতে চাই। ’


সূত্র: জিও নিউজ, ডন

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর