ঝিনাইদহে ভিজিএফের ১০২ বস্তা চাল জব্দ

ঝিনাইদহে ভিজিএফের ১০২ বস্তা চাল জব্দ

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার দৌগাছি ইউনিয়নে রোববার দিবাগত রাতে ভিজিএফের ১০২ বস্তা চাল জব্দ করা হয়েছে। সদর ইউএনও শাম্মী ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চাল জব্দ করেন।

জানা যায়, দৌগাছি ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক আলী জোর্য়াদ্দার ১০২ বস্তা চাল বিতরণ না করে, ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন।  এই অভিযোগের ভিত্তিতে সদর ইউএনও অভিযান চালায়।

পরে রোববার রাতে দৌগাছি ইউনিয়নে গিয়ে গোডাউন থেকে ভিজিএফের ১০২ বস্তা চাল জব্দ করেন।

দৌগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজ উদ্দিন জানান, আমার কাছে মুক্তার মেম্বরসহ অনেকে এসেছিলেন ভিজিএফের কার্ড পায়নি বলে অভিযোগ করেছেন।

এছাড়া মগরখালি মসজিদের ইমাম সাহিনুর রহমান জানান, মোটা অংকের টাকার বিনিময়ে বিপুল ও মিঠু জোর্য়াদ্দারের কাছে কয়েক হাজার কার্ড বিক্রি করে দিয়েছেন চেয়ারম্যান।

ব্যবসায়ীরা জানান আমরা টাকা দিয়ে চেয়ারম্যানের কাছ থেকেই কার্ড কিনেছি।

এবিষয়ে দৌগাছি ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক আলী জোর্য়াদ্দার ব্যবসায়ীদের কাছে কার্ড বিক্রির কথা অস্বীকার করে জানান, কার্ড আমি বিতরণ করে দিয়েছি। ব্যবসায়ীরা বিতরণ কারীদের কাছ থেকে কার্ড কিনে নিয়েছেন।

এছাড়া জেলা ৬টি উপজেলার বেশির ভাগ ইউনিয়নে ২০ স্থলে ১০ থেকে ১২ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর