ঝুঁকিপূর্ণ লঞ্চের ভিডিও ভাইরাল

ঝুঁকিপূর্ণ লঞ্চটি।

ঝুঁকিপূর্ণ লঞ্চের ভিডিও ভাইরাল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে ঈদে ঘরমুখী মানুষের ব্যাপক চাপ লক্ষ করা গেছে। প্রায় প্রতিটি লঞ্চই অতিরিক্ত যাত্রী নিয়ে টার্মিনাল ছাড়ছে। সোমবার সকাল থেকেই এ চিত্র লক্ষ করা গেছে। লঞ্চগুলোর ভেতর ও ছাদ যাত্রীতে ঠাসা ছিল।

ফলে লঞ্চগুলো গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে ঝুঁকি নিয়েই। এমন একটি ঝুঁকিপূর্ণ লঞ্চের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায় বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সুন্দরবন-৬ লঞ্চটি মেঘনা নদীতে দ্রুতগতিতে ছুটছে। লঞ্চটিতে ছিল ব্যাপক যাত্রী।

এদিকে আবহাওয়া খারাপ থাকায় নদী ছিল উত্তাল। আর এ কারণে বেপরোয়াভাবে ছোটা লঞ্চের যাত্রীদের আতঙ্কে চিৎকার করতে দেখা যায়।

সোমবার দুপুরে পাশের একটি লঞ্চ থেকে কেউ একজন সেই দৃশ্যধারণ করে ফেসবুকে পোস্ট করলে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। এতে দেখা যায়, লঞ্চটি নদীতে দ্রুতগতিতে ছুটে চলার কারণে নদীর ঢেউগুলো একের পর এক লঞ্চের পাটাতনে আঘাত করছিলো। দেখুন ভিডিওতে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর