অস্ত্রের মুখে প্রিমিয়ার ব্যাংকের ২৩ লাখ টাকা লুট

অস্ত্রের মুখে প্রিমিয়ার ব্যাংকের ২৩ লাখ টাকা লুট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দিনে-দুপুরে রাজধানীর বাড্ডা লিংক রোড সংলগ্ন প্রিমিয়ার ব্যাংকের একটি শাখা থেকে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড্ডা থানায় মৌখিক অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আশরাফুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ব্যাংকটিতে একজন অস্ত্রধারী যুবক প্রবেশ করে টাকা লুট করে পালিয়ে যায় বলে ব্যাংক কর্তৃপক্ষ মৌখিক অভিযোগ করেছে।

বাড্ডা থানার ইন্সপেক্টর (অপারেশন) ইয়াসিন গাজী জানান, ব্যাংক চলাকালীন ম্যানেজারকে পিস্তল ঠেকিয়ে স্টাফদের ভোল্ট রুমে ঢুকিয়ে ক্যাশ কাউন্টার থেকে ২৩ লাখ টাকা লুট করে ডাকাত। একজন ডাকাতই ভেতরে প্রবেশ করেছিল।

তিনি আরও জানান, ব্যাংকটিতে লাগানো সিসিটিভির ফুটেজ উদ্ধার করতে পারিনি। ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি।

তবে আশপাশের ভবনের সিসিটিভির ফুটেজ উদ্ধার করে ডাকাতকে শনাক্তের চেষ্টা করছি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের এডিসি মো. শাহজাহান জানান, এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে ডিবি পুলিশ। তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর