বাংলাদেশের মিনহাজকে পুরস্কৃত করলো ফোর্বস

পুরস্কার নিচ্ছেন বাংলাদেশের তরুণ মিনহাজ চৌধুরী। -সংগৃহীত ছবি

বাংলাদেশের মিনহাজকে পুরস্কৃত করলো ফোর্বস

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফোর্বসের আন্ডার থার্টি ইম্প্যাক্ট চ্যালেঞ্জ জিতে নিয়েছেন বাংলাদেশের তরুণ মিনহাজ চৌধুরী। আমেরিকার বোস্টনে আয়োজিত (১-৪ অক্টোবর) ফোর্বস আন্ডার থার্টি সম্মেলনে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মিনহাজ চৌধুরী ড্রিংক ওয়েল কোম্পানির প্রধান নির্বাহী। বাংলাদেশ ও ভারতের যেসব অঞ্চলের মানুষ আর্সেনিক, ফ্লুরাইড ও আয়রনের কারণে বিশুদ্ধ খাবার পানি পায় না তাদের নিরাপদ পানি সরবরাহ করে এই কোম্পানি।

এ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের প্রায় ২০০ মিলিয়ন মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে ড্রিংক ওয়েল। এ কাজের সম্মাননা স্বরূপ ২ অক্টোবর মিনহাজের হাতে পাঁচ লাখ ডলারের চেক তুলে দেয় ফোর্বস কর্তৃপক্ষ।  

সম্পর্কিত খবর